Pages

Subscribe:

PlusLikeNet

Monday, September 27, 2021

যুবক ও ডেসটিনির গ্রাহকেরা টাকা ফেরত পেতে পারেন

 যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) ও ডেসটিনির প্রতারিত গ্রাহকেরা কি অবশেষে কিছু অর্থ ফেরত পাচ্ছেন? বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী সেই আশ্বাসই দিলেন। রোববার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত এক কর্মশালায় বাণিজ্যমন্ত্রী এ নিয়ে বললেন, ডেসটিনি ও যুবকের অনেক সম্পদ রয়েছে। সম্পদগুলোর দামও বেড়েছে অনেক। ন্যায্যমূল্যে বিক্রি করলেও যে টাকা পাওয়া যাবে, তা দিয়ে গ্রাহকদের ৫০ থেকে ৬০ শতাংশ টাকা ফেরত দেওয়া যাবে।

বাণিজ্যমন্ত্রী এ ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে কথা বলেছেন বলেও সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘আইনমন্ত্রী আমাকে বললেন এটা আদালতের বিষয়। কাউকে (কোনো সংস্থা) দিয়ে সংযুক্ত করে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে।’

তবে বাণিজ্যমন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে রোববার বিকেলেই মুঠোফোনে আইনমন্ত্রী আনিসুল হককে জানানোর পর পাল্টা প্রশ্নে তিনি বলেন, ‘ডেসটিনি ও যুবকের গ্রাহকদের নিয়ে কোথায় কাজ করছে আইন মন্ত্রণালয়?’ বাণিজ্যমন্ত্রী এ কথা বলেছেন—এমন তথ্য জানালে আইনমন্ত্রী বলেন, ‘আমি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।’

(সূত্র: প্রথম আলো)


0 comments:

Post a Comment

এখানে মন্তব্য করুন