পশু পাখি সম্পর্কিত আমার ইউটিউচ চ্যানেল পেতে এখানে ক্লিক করুন। YOUTUBE CHANNEL
আজকের আলোচনার বিষয় কবুতর/পাখির ক্যালসিয়ামের সমস্যা নিয়ে-
pic-imran |
কবুতরের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কবুতর অনেক সময় কবুতর ডিম পাড়া বন্ধ করে দেয়। আবার ডিম পাড়লেও লম্বা একটা বিরতি দিয়ে ডিম পাড়ে। দেরিতে ডিম পাড়লেও সে ডিম জমে না অর্থাৎ সে ডিম থেকে বাচ্চা হয় না।
প্রিয় কবুতর প্রেমি বন্ধুগণ! আপনারা অনেকেই একটি বিষয়ের সম্মুখীন হয়েছেন। আর তাহলো- কবুতর ডিম পাড়লে সে ডিমে কবুতর তা (উম) দেয় না। আবার অনেক সময় তা দিলেও মাঝপথে এসে ডিমে তা (উম) দেওয়া বন্ধ করে দেয়। কবুতরের এই সমস্যাটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কবুতরের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে দেখা দেয়।
কবুতর ডিমে নিয়মিত তা দেওয়ার পর নির্দিষ্ট সময় পার হওয়ার পরও ডিম থেকে বাচ্চা বের হতে পারে না অর্থাৎ বাচ্চা ফুটে না। আবার বাচ্চা ফুটলেও সে বাচ্চা অনেক দূর্বল থাকে যার ফলে বাচ্চা মারা যায়। আবার অনেক সময় ডিম জমে না এবং ডিম জমলেও ডিমের ভেতরেই বাচ্চা মারা যায়। এ জাতীয় সকল সমস্যাই কবুতরের ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে।
কবুতরের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে আরেকটি যে বড় ধরণের সমস্যা হয় তাহলো- কবুতর দূর্বল হয়ে যায় এবং কবুতর প্যারালাইসিস হয়ে যায়। সহজ কথায় বলতে গেলে কবুতর হাটতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে কবুতর যখন ডিমে উম দেয় তখন কবুতর প্যারালাইসিস হয়ে পড়ে।কবুতরের ক্যালসিয়ামের অভাব হলে কবুতরের শরীরে হাড় নরম হয়ে যায়। যার ফলে সমান্ন আঘাতেই কবুতরের হাড় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে।
কবুতরের ক্যালসিয়ামের অভাব হলে প্রধানত এ সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়। তবে
কবুতরের অন্যান্য আরও সমস্যা হতে পারে এই ক্যালসিয়ামের অভাবে।
এখন চলুন জেনে নেই, কবুতরের ক্যালসিয়ামের অভাব হলে কবুতরকে কি খাওয়াবেন সে সম্পর্কে-
কবুতরের ক্যালসিয়ামের অভাব পূরণ করতে মিক্স খাবারের কোনো বিকল্প নেই।
মিক্স খাবারে ধান, সয়াবিন, তিল, ছেলা, ডাবলি এগুলে অবশ্যই রাখবেন।
ক্যালমিয়ামের অভাব পুরনে ভাল মানের গ্রিট:
কবুতরের ক্যালসিয়ামের অভাব দুর করতে ভালমানের গ্রিট ব্যবহার করা যায়। নিজে কিভাবে গ্রিট তৈরী করবেন দেখুন ভিডিও
কবুতরের ক্যালসিয়ামের অভাব বেশি হলে অবশ্যই কবুতরকে ক্যালসিয়াম কোর্স করাতে হবে। কবুতরের ক্যালসিয়াম কোর্স ক্যালপ্লেক্স/রেনাক্যাল/ক্যাটট্রেট/ওরাক্যাল/এসিক্যাল (লিকুইড) দিয়ে করাতে পারেন। এটি কবুতরকে খাওয়ানোর নিয়ম হলো- ১ লিটার পানিতে ২.৫মিলি ঔষধ মিক্স করে কবুতরের সামনে নরমাল পানির মতো দিয়ে রাখবেন প্রতিদিন ৮ ঘন্টার জন্য। এটি কবুতরকে মাসে টানা ৩/৪ দিন দিবেন।
(বি:দ্র: সকল ঔষধের প্রয়োগ মাত্রা প্যাকেটের গায়ে দেখুন)
পশু পাখি সম্পর্কিত আমার ইউটিউচ চ্যানেল পেতে এখানে ক্লিক করুন। YOUTUBE CHANNEL
0 comments:
Post a Comment
এখানে মন্তব্য করুন